সেই ছোটবেলা থেকে বাগান করে আসছি। কথায় আছেনা “যেমন বাপ তেমন ছেলে।” বাবার কাছ থেকে বাগান করার হাতেখড়ি। ঐ শিক্ষা জীবনেও ভুলার নয়, যাবেওনা। বিদেশ বিভুইয়ে একটুখানি বদলাতে পারেনি, আর পারবেওনা। গত দু’বছর ধরে বাগান করার সুযোগটি পেয়ে কাজে লাগাচ্ছি। অনেকটা লটারির জ্যাকপটের মতোই। দীর্ঘ ১৩ বছর তীর্থের কাকের মতো অপেক্ষায় ছিলাম কবে এমন একটি বাগান হবে!
প্রবাসে একজন বাঙালী একটুখানি জায়গা পেলে সেই সুযোগটা কাজে লাগায়। এমনকি অনেকে আবার টবের মধ্যে বেলকনিতেও সখের বাগান করে থাকে। ঐযে বাঙালী বলে কথা। আর যাই বলুন বাঙালির এই অভ্যাসটি আমার ভাল লাগে।
আশা করি ভিডিওটি দেখে অনুপ্রাণিত হবেন। সুযোগ পেলে নিজ হাতে সবজি ফলিয়ে খেতে চেষ্টা করুন। ভিডিওটি ভাল লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখুন।
ধন্যবাদ।