
প্রবাসে গরমের মৌসুমে বন্ধু বান্ধব ও স্বজন মিলে মোটামুটি সবাই বারবিকিউ পার্টি করে। চিন্তা করলাম দেশে এমন স্থায়িভাবে করলে কেমন হয়, মাঝেমধ্যে দেশে সবাইকে নিয়ে পার্টি দিলাম। ভাবনা অনুযায়ী করেও নিলাম।
সখ থাকলে আপনিও বাসার ছাদে বা বাড়ির আঙিনায় এভাবে ইটের BBQ তৈরি করে পরিবার আত্নীয়-স্বজন নিয়ে মাঝেমধ্যে BBQ উপভোগ করুন। আইডিয়া পছন্দ হলে কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ।